ইসরাইলের সামরিক বাহিনীর সদর দফতরে হিজবুল্লাহর হামলা
https://parstoday.ir/bn/news/event-i140280-ইসরাইলের_সামরিক_বাহিনীর_সদর_দফতরে_হিজবুল্লাহর_হামলা
লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের ইলাত সামরিক ঘাঁটির ৯১তম ডিভিশনের সদর দফতরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২৪ ১৩:০৫ Asia/Dhaka
  • ইসরাইলের সামরিক বাহিনীর সদর দফতরে হিজবুল্লাহর হামলা

লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের ইলাত সামরিক ঘাঁটির ৯১তম ডিভিশনের সদর দফতরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার অবিচল ও অকুতোভয় ফিলিস্তিনি জনতার প্রতি ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সমর্থন অব্যাহত থাকবে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলার জবাবে তাদের ৯১তম ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দফতর লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি দখলদার ইসরাইলের সামরিক কর্মকর্তা ও সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় যাদের মধ্যে অনেকে নিহত অথবা আহত হয়েছে।

যদিও ইসরাইলি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন ইলাত হাশহর এলাকায় ভূপাতিত হয়েছে কিন্তু, লেবাননের আল-আহাদ নিউজ চ্যানেল জানিয়েছে,  হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে এই এলাকায় আগুন ধরে যায় এবং দুই ইসরাইলি সেনা আহত হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের "আল-আকসা ঝড়" অভিযান শুরু হওয়ার পর গাজার ওপর চাপ কমানোর জন্য লেবাননের হিজবুল্লাহ, ইসরাইলের উত্তরাঞ্চলের একটি বড় অংশের ওপর হামলা চালানো শুরু করে এবং ইসরাইলকে এখনো হিজবুল্লাহকে মোকাবেলা করতে হচ্ছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`