‘ইসরাইল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন’ 
https://parstoday.ir/bn/news/event-i140942-ইসরাইল_এবং_পশ্চিমা_শক্তিগুলোর_মোকাবেলায়_ঐক্যবদ্ধ_অবস্থান_গ্রহণ_করুন’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এ অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২৪ ১৪:২০ Asia/Dhaka
  • ‘ইসরাইল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন’ 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এ অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ)-এর আদর্শের প্রতি নতুন মন্ত্রিসভার আনুগত্য প্রকাশের অনুষ্ঠানে গতকাল (শনিবার) পেজেশকিয়ান এই মন্তব্য করেন। তেহরানের দক্ষিণে ইমাম খোমেনীর মাজারে এই আনুগত্য প্রকাশের অনুষ্ঠান হয়।

গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রধান নির্বাহী বলেন, মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে ইসরাইল কি এই অঞ্চলে জঘন্য অপরাধ করার সাহস পেত? শুধু তারা নয়, আমেরিকা, ইউরোপ এবং অন্য কোনো শক্তিও এসব করতে পারত না।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সমস্যার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, "আমাদের নিজের দেশে, আমাদের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি বাড়ানো ছাড়া আমাদের সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫