আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ আটক
https://parstoday.ir/bn/news/event-i140954-আ.লীগের_প্রচার_সম্পাদক_আবদুস_সোবহান_গোলাপ_আটক
বাংলাদেশের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ আটক

বাংলাদেশের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করা হয়েছে।

আজ (রোববার) বেলা তিনটার কিছু আগে তাকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরলে তার সংস্পর্শে আসেন গোলাপ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। এরপর ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার নির্দেশে নির্বাচনের সার্বিক মূল্যায়ন ও বিশ্লেষণের নিমিত্তে বিভিন্ন জেলায় ঘুরে তিনি তথ্য-উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট দেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন।#

পার্সটুডে/জিএআর/২৫