সৌদি সফর সংক্ষিপ্ত করে পশ্চিম তীরে ফিরেছেন মাহমুদ আব্বাস 
(last modified Thu, 29 Aug 2024 11:41:30 GMT )
আগস্ট ২৯, ২০২৪ ১৭:৪১ Asia/Dhaka
  • সৌদি সফর সংক্ষিপ্ত করে পশ্চিম তীরে ফিরেছেন মাহমুদ আব্বাস 

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের কারণে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে নিজ ভূখণ্ডে ফিরেছেন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করে যখন অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সহিংসতা বৃদ্ধি করেছে তখন আব্বাস গতকাল (বুধবার) সৌদি আরব থেকে সফর সংক্ষেপ করে ফিরে আসেন।

ওয়াফার খবরে বলা হয়েছে, "উত্তর পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের পরবর্তী ঘটনাবলী বোঝার জন্য  গতকাল রামাল্লায় ফিরে আসেন মাহমুদ আব্বাস।" 

স্বেচ্চাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের পরিসংখ্যান অনুযায়ী, বেশ কয়েকটি শহরে ইসরাইলি আগ্রাসনে শিশুসহ অন্তত ১৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯

ট্যাগ