ইসরাইলের 'অশুভ, বর্ণবাদী' চক্রান্তের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i141132-ইসরাইলের_'অশুভ_বর্ণবাদী'_চক্রান্তের_বিরুদ্ধে_ইরানের_হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন জুড়ে হত্যা ও অপরাধের মাত্রা বিস্তার এবং ইসলামী স্থাপনাগুলোর পবিত্রkf লঙ্ঘনের জন্য যে "অশুভ ও বর্ণবাদী" চক্রান্ত করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • ইসরাইলের 'অশুভ, বর্ণবাদী' চক্রান্তের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন জুড়ে হত্যা ও অপরাধের মাত্রা বিস্তার এবং ইসলামী স্থাপনাগুলোর পবিত্রkf লঙ্ঘনের জন্য যে "অশুভ ও বর্ণবাদী" চক্রান্ত করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্ণবাদী ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নিতে হবে। 

কানয়ানি বলেন, পশ্চিম তীরের উত্তরে ফিলিস্তিনি শহর ও শারণার্থী শিবিরে ইসরাইলের হামলা, শহরের অবকাঠামো ধ্বংস, এমনকি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে সশস্ত্র অনুপ্রবেশ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখারই ইঙ্গিত। 

ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আল-কুদস শহর ও আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন সমগ্র ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে দখলদার সরকারের অশুভ ও বর্ণবাদী চক্রান্ত। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভুমিকা নেয়ার আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯