ইসরাইলকে তার পৈশাচিক কাজের জন্য তিক্ত প্রতিশোধের স্বাদ পাবে
https://parstoday.ir/bn/news/event-i141456-ইসরাইলকে_তার_পৈশাচিক_কাজের_জন্য_তিক্ত_প্রতিশোধের_স্বাদ_পাবে
ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরবিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যে সমস্ত পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তাকে তিক্ত প্রতিশোধের স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদীরা কোনভাবেই এই প্রতিশোধ এড়াতে পারবে না। তারা দেখতে পাবে কখন কোথায় এবং কিভাবে এই প্রতিশোধ নেয়া হচ্ছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১১:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলকে তার পৈশাচিক কাজের জন্য তিক্ত প্রতিশোধের স্বাদ পাবে

ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরবিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যে সমস্ত পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তাকে তিক্ত প্রতিশোধের স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদীরা কোনভাবেই এই প্রতিশোধ এড়াতে পারবে না। তারা দেখতে পাবে কখন কোথায় এবং কিভাবে এই প্রতিশোধ নেয়া হচ্ছে। 

জেনারেল সালামি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিশোধ নেয়া হবে। 

গত ৩১ জুলাই তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে গুপ্তহত্যার মাধ্যমে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল। এই হত্যার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য ইরানের বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 

জেনারেল সালামি জোর দিয়ে বলেন, "ইসরাইল এবং তার মিত্রদের মনে করা উচিত নয় যে, তারা আঘাত করবে এবং পালিয়ে যাবে, বরং তাদের জানা উচিত, তারা আঘাত করে পালাতে পারবে না।"

ইরানী জাতির শক্তি ও মহানুভবতার দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, "ইনশাল্লাহ আমরা নিশ্চিতভাবে আমরা এই গল্পটি শেষ করব।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯