গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব
ভেটো দিয়ে ইসরাইলকে বর্বরতার লাইসেন্স দিল ওয়াশিংটন: ইরান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা ও গণহত্যা বন্ধ করার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা।
মার্কিন সরকারের এই পদক্ষেপের কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল যে রক্তক্ষয়ী আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জন্য আমেরিকার এই ভেটো লাইসেন্স হিসেবে কাজ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার কয়েক ঘন্টা পর ইসমাইল বাকায়ি এই পোস্ট দিলেন।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল কিন্তু আমেরিকা তাতে ভেটো দেয়ার কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১