দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস-এর সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দেন।
বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে- “বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!”, “বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দেখা গেছে।
সমাবেশে বক্তারা বাংলাদেশে 'নিপীড়ন ও গণহত্যার শিকার' হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এর আগ, গত শুক্রবার আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।#
পার্সটুডে/এমএআর/১০