সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে গুতেরেসের উদ্বেগ প্রকাশ
(last modified Sat, 14 Dec 2024 03:39:26 GMT )
ডিসেম্বর ১৪, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিচ এ তথ্য জানিয়ে বলেছেন, গুতেরেস সিরিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত আগ্রাসনের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, সিরিয়ার বহু স্থানে ইসরাইলি শত শত বিমান হামলার ব্যাপারে বিশেষভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব। সিরিয়ার প্রতিটি ফ্রন্টে সংঘাত বন্ধ করার জরুরি প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস এমন সময় এ উদ্বেগ জানালেন যখন গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরাইলি সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর প্রায় ৫০০ বিমান হামলা চালিয়েছে। অথচ সিরিয়ার সঙ্গে ইসরাইল যুদ্ধাবস্থায় নেই বরং ১৯৭৪ সাল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বজায় রয়েছে।

তবে ইসরাইলের এসব আগ্রাসনের ব্যাপারে পশ্চিমা দেশগুলো রহস্যজনক নীরবতা অবলম্বন করছে। বাশার আল-আসাদকে হটিয়ে ক্ষমতা গ্রহণকারী সশস্ত্র গোষ্ঠীগুলিও এ ব্যাপারে মৃত্যুসম নীরবতা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।