শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i145148
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
    লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফিরিয়ে আনতে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য এটি প্রক্রিয়াধীন। আমাদের এক্সট্রা অডিশন-এর এ বিষয়ে আলাদা একটি টিম কাজ করছে।"

কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।"

সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে হেনস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তো রয়ে গেছে। তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।"

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দু'মাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না।" 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন আমাদের বিজিবির সঙ্গে তাদের কথা বলার অবস্থা নেই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা বলার সুযোগ নেই।" 

তিনি আরও বলেন, "আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারবো না, আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাব।"# 

পার্সটুডে/এমএআর/২৩