‘সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না’
(last modified Wed, 25 Dec 2024 11:13:20 GMT )
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৭:১৩ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল- আসাদের ক্ষমতা ছাড়ার পর সিরিয়ায় অনেক কিছুই ঘটছে এবং আরো অনেক কিছু ঘটবে। সে কারণে এখনই দেশটি নিয়ে কোন ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না। 

তিনি বলেন, “বর্তমান অবস্থায় সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হবে অপরিপক্ক কাজ। দেশটিতে অনেক ফ্যাক্টর কাজ করছে এবং অনেক কিছুই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। বলা যায়- সিরিয়ার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত।”

আব্বাস আরাকচি আরো বলেন, “সিরিয়ার ঘটনাবলীতে কোনো কোনো পক্ষ হয়তো বিজয় দাবি করতে পারে কিন্তু সামগ্রিকভাবে দেশটির পরিস্থিতি এখনো অনিশ্চিত। জোরালোভাবে কোন কিছু বলা যাবে না।” 

তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আশ-শাম বিদ্রোহী গোষ্ঠী জোরালো অভিযানের মধ্য দিয়ে গত ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটে। 

এরপর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে অব্যাহতভাবে আগ্রাসন চালালেও ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শাম কোনো প্রতিবাদ করেনি বরং তারা ইসরাইলের সাথে সংঘাতে জড়াবে না বলে তেল আবিবকে নিশ্চয়তা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫