ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক্স বার্তা
আরব লীগের অভিযোগ প্রত্যাখ্যান; ‘সিরিয়ায় স্থিতিশীলতা চায় ইরান’
-
আরাকচি
ইরান সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে আরব লীগ যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, হস্তক্ষেপ নয় বরং ইরান কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা চায়।
আরাকচি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে আরব নেতাদের উদ্দেশ করে লিখেছেন, “আপনাদের মতো আমরাও বেশ কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি চাই এবং দেশটিতে কোনো ধরনের গণ্ডগোল বা গোলযোগ চাই না।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা যেমন রক্ষা করতে হবে তেমনি দেশটির সকল ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সিরিয়ায় অবস্থিত পবিত্র মাজারগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অস্ত্র নিরাপত্তা বাহিনীর কাছে ফিরিয়ে নিতে হবে।
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আরাকচি বলেন, সিরিয়া যাতে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে এবং প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করাও জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া যাতে ইহুদিবাদী ইসরাইলের সম্প্রাসারণকামী নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয় সে ব্যবস্থা নিতে হবে এবং দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে যেখানে সকল মত ও পথের মানুষের অংশগ্রহণ থাকে। #
পার্সটুডে/এমএমআই/২৮