তেহরানে স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর প্রতিরক্ষা সক্ষমতার মহড়া 
https://parstoday.ir/bn/news/event-i145804-তেহরানে_স্বেচ্ছাসেবী_গণবাহিনী_বাসিজ_এর_প্রতিরক্ষা_সক্ষমতার_মহড়া
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর এক লাখ দশ হাজার সদস্য আজ শুক্রবার তেহরানে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের নানা সক্ষমতা প্রদর্শন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১৫:৫৭ Asia/Dhaka
  • আজ ১০ জানুয়ারি তেহরানে স্বেচ্ছাসেবী গণ-বাহিনী বাসিজ-সদস্যদের প্যারেড
    আজ ১০ জানুয়ারি তেহরানে স্বেচ্ছাসেবী গণ-বাহিনী বাসিজ-সদস্যদের প্যারেড

ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজ-এর এক লাখ দশ হাজার সদস্য আজ শুক্রবার তেহরানে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের নানা সক্ষমতা প্রদর্শন করেছে।

এইসব প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে ছিল নানা ধরনের সন্ত্রাসী হুমকির মোকাবেলা এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র আয়োজিত প্যারেড কর্মসূচির অংশ হিসেবে এইসব তৎপরতায় অংশ নেন বাসিজের এই সদস্যরা। 'মহানবী-১৯' শীর্ষক আইআরজিসি'র সামরিক মহড়ার আওতায় প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে এইসব কর্মসূচি পালন করা হচ্ছে ইরানে।  

এই প্যারেডে বেশ কিছু সমরাস্ত্রও প্রদর্শন করা হয়। #
 

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।