ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/event-i146790-ফিলিস্তিন_রাষ্ট্র_প্রতিষ্ঠার_জন্য_যথেষ্ট_জায়গা_সৌদি_আরবে_আছে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে।

গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নেতানিয়াহু বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। সেখানে তাদের অনেক ভূমি আছে।’

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে 'স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র' প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি সরকার। সম্প্রতি রিয়াদ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে সরানোর যেকোনো চেষ্টার বিরোধিতা করবে তারা। 

সৌদি আরবের অবস্থান প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, "ইসরাইল রাষ্ট্রকে বিপন্ন করবে, এমন কোনো চুক্তি তিনি করবেন না। বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই। ৭ অক্টোবরের পরও? আপনি কি জানেন সেটা কী? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, এটিকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন, আমরা কী পেয়েছি, হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।"

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে তাঁর পরিকল্পনা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কেবল সম্ভাবনাই নয়; আমি মনে করি, এটি ঘটতে চলেছে।’

তবে ওই সংবাদ সম্মেলনের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং আপোষহীন থাকবে।#

পার্সটুডে/এমএআর/৭