ট্রাম্পের নয়া আমলে তাইওয়ান প্রণালিতে প্রথম মার্কিন জাহাজ; চীনের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/event-i146966-ট্রাম্পের_নয়া_আমলে_তাইওয়ান_প্রণালিতে_প্রথম_মার্কিন_জাহাজ_চীনের_প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ চীনের বিরোধিতা সত্ত্বেও স্পর্শকাতর তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম তাইওয়ান প্রণালিতে গেল মার্কিন জাহাজ। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৯:২০ Asia/Dhaka
  • ট্রাম্পের নয়া আমলে তাইওয়ান প্রণালিতে প্রথম মার্কিন জাহাজ; চীনের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ চীনের বিরোধিতা সত্ত্বেও স্পর্শকাতর তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম তাইওয়ান প্রণালিতে গেল মার্কিন জাহাজ। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটেছে।

তাইওয়ান প্রণালিতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, এমন কর্মকাণ্ড নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি করে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আর্লে বার্ক-ক্লাস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ ঐ প্রণালি অতিক্রম করেছে। উত্তর থেকে দক্ষিণ অভিমুখী এই দুটি জাহাজ ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে পার হয়েছে।

চীনের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ দুটির ওপর নজরদারি রাখার জন্য চীনা বাহিনী পাঠানো হয়েছে।

চীনের সেনাবাহিনী আজ ভোরে এক বিবৃতিতে বলেছে, “মার্কিন পদক্ষেপ ভুল সংকেত পাঠায় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়।

এছিাড়া, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন জাহাজ অতিক্রমের সময় দ্বীপের চারপাশে ৬২টি চীনা সামরিক বিমানকে উড়তে দেখেছে। এছাড়া কয়েকটি চীনা জাহাজ সেখানে দেখা গেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।