চীন বলছে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের 
https://parstoday.ir/bn/news/event-i146982-চীন_বলছে_গাজা_উপত্যকা_ফিলিস্তিনিদের
চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে। 
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১১:০৯ Asia/Dhaka
  • চীন বলছে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের 

চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে। 

গতকাল (বুধবার) প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এসব কথা বলেন। 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোন অধিকার নেই এবং তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকার জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান। 

ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের ছয়টি জায়গায় বসবাসের সুযোগ দেয়া হবে। 

তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন