কূটনীতি নয়, বাহুর জোর
আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার
-
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের এক নেতার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এতে ক্ষোভ প্রকাশ করে ইসরাইল। মূলত সেই ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির ওপরে এসে পড়েছে। এই নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে ট্রাম্প প্রশাসন আবারো কূটনীতির পরিবর্তে বাহু শক্তির ওপর নির্ভর করল।
ট্রাম্পের সরকার আগেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়- ব্রিটিশ নাগরিক করিম খানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এতে বলা হয়, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোলের স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসন্স লিস্টে যুক্ত করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, “আমেরিকা অথবা ইসরাইল কোনো দেশই রোম স্ট্যাটু অথবা আইসিসি’র সদস্য নয়। ফলে তাদের বিরুদ্ধে বিচার করার এখতিয়ার নেই আইসিসি’র। দু দেশই গণতান্ত্রিক দেশ। যুদ্ধের আইন কঠোরভাবে মেনে চলে।”
ট্রাম্প আইসিসি কর্মকর্তাদের লক্ষ্য করে এই প্রথমবারের মতো আক্রমণ করেননি বরং তার প্রথম মেয়াদে আইসিসির তৎকালীন প্রধান কৌঁসুলি ফেতু বেনসুদা এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
পার্সটুডে/এসআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।