ইরান যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত: আইআরজিসি প্রধান
(last modified Fri, 21 Feb 2025 11:21:39 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৭:২১ Asia/Dhaka
  • ইরান যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, ইরানের উন্নত অস্ত্র এবং দক্ষ সশস্ত্র বাহিনী দেশকে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলা করতে সক্ষম।

ইরানের দক্ষিণে আইআরজিসি পদাতিক বাহিনীর সামরিক মহড়ার ফাঁকে প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেজর জেনারেল হোসেইন সালামি এ মন্তব্য করেন। তিনি বলেন, “সম্প্রতি ট্রু প্রমিজের মতো অভিযানে আমরা ইরানি জনগণের দৃঢ় সংকল্প এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি উল্লেখযোগ্য জনসমর্থন দেখেছি।”

তিনি বলেন, উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে, আমরা ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিশ্বব্যাপী সামরিক অগ্রগতির সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ বাহিনীর সাথে মিলে এগুলো আরো কার্যকর হয়ে ওঠে।

প্রথম ইসরাইল-বিরোধী অভিযান ২০২৪ সালের এপ্রিলে পরিচালিত হয়, যেখানে ইরান ইসরাইলের সামরিক ঘাঁটিতে ৩০০রও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর কয়েক মাস পরে, ২০২৪ সালের অক্টোবরে ইরান আবারো ইসরাইলি সামরিক, গোয়েন্দা এবং গুপ্তচরবৃত্তির ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফোরুশানকে হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১