যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালাল ইসরাইল
(last modified Tue, 18 Mar 2025 03:41:44 GMT )
মার্চ ১৮, ২০২৫ ০৯:৪১ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালাল ইসরাইল

লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানের নাবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। ওই পাশবিক হামলায় একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।

লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন প্রদেশের ইয়োহমোর আশ-শাফিক শহরের হাই আল-বাইদার সড়কে দু’জন যাত্রীবাহী একটি চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটরসাইকেলটিতে আঘাত হানে।

এ সময় মোটরসাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে ওই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপারমার্কেটেও আগুন ধরে যায়।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইয়োহমোর আশ-শাফিক এলাকায় তৎপর দু’জন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে ওই আগ্রাসন চালিয়েছে।

দক্ষিণ লেবাননে প্রায় ১৪ মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহর পাল্টা হামলায় পর্যুদস্ত হয়ে ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেল আবিব। ইহুদিবাদী সরকার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে। কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝেমধ্যেই দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে মানবতার শত্রু  ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।