উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
https://parstoday.ir/bn/news/event-i150578-উত্তরায়_বিমান_বিধ্বস্ত_হয়ে_হতাহতের_ঘটনায়_পালিত_হচ্ছে_রাষ্ট্রীয়_শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২২, ২০২৫ ১৪:৩৬ Asia/Dhaka
  • উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের কথা।

গতকাল (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়েছিল।

আজ সকালে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।#

পার্সটুডে/জিএআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।