বিজেপি পরাজয়ের ভয়ে জম্মু-কাশ্মীরে নির্বাচন করছে না: ওমর আব্দুল্লাহ
(last modified Tue, 31 Oct 2023 12:49:15 GMT )
অক্টোবর ৩১, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • বিজেপি পরাজয়ের ভয়ে জম্মু-কাশ্মীরে নির্বাচন করছে না: ওমর আব্দুল্লাহ

জম্মু-কাশ্মীরে নির্বাচন না করায় কেন্দ্রীয় মোদী সরকারকে টার্গেট করেছেন সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তিনি আজ (মঙ্গলবার) রাজ্যকে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

ন্যাশনাল কনফারেন্স নেতা কাশ্মীরের কুপওয়ারায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে বিজেপির বিরুদ্ধে পরাজয়ের ভয়ে সেখানে নির্বাচন না করার অভিযোগ করেন। তিনি বলেন, আপনারা সঙ্কল্পের কথা বলেন। নির্বাচন করার চেষ্টা করুন, আমরা আমাদের সংকল্প দেখাব। বিজেপিকে টার্গেট করে ওমর বলেন, এই লোকেরা দাবি করে যে ৮০ শতাংশ লোক তাদের সাথে রয়েছে। কিন্তু আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যদি ১০ শতাংশ লোকও তাদের সাথে থাকে তবে আমি আমার নাম পাল্টে দেবো। 

ওমর আব্দুল্লাহ বলেন, ৩১ অক্টোবর প্রশাসনের দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চল দিবস হিসেবে পালিত হচ্ছে। আমাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং কাশ্মীরের যুবকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতিও স্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, 'কোন ইউটি দিবস, আমাদের জিজ্ঞেস করে কী এই ইউটি (কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল) তৈরি করা হয়েছে?  বর্তমান অবস্থা এমন যে, এখানকার জওয়ানরা চাকরি পায়নি, বাইরের লোকজন কর্মকর্তা হচ্ছে। প্রথমে সচিবালয়ের স্থানীয় কর্মকর্তাদের  খালি করা হয়েছে এবং পরে পুলিশ, এখন জেলা থেকেও স্থানীয় ভাষায় কথা বলা কর্মকর্তা নিখোঁজ। এখানে ধর্মের কোনো প্রশ্ন নেই।   

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, জম্মু-কাশ্মীর প্রশাসনে কোনও সিনিয়র কর্মকর্তা এখন মুসলিম সম্প্রদায়ের নেই। এ কারণে জম্মু ও কাশ্মীরে নির্বাচন হচ্ছে না। বিজেপি সরকারের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরে মাদকাসক্তি ছড়ানোর অভিযোগ তুলে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, সরকার কর বাড়ানোর নামে শুধু মদের দোকান খুলেছে। এখানকার যুবকদের মধ্যে বিনামূল্যে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওমর আব্দুল্লাহর।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।