৯৪ বছর বয়সী প্রার্থী শফিকুর রহমান বার্ককে মাঠে নামালেন অখিলেশ যাদব
https://parstoday.ir/bn/news/india-i133964-৯৪_বছর_বয়সী_প্রার্থী_শফিকুর_রহমান_বার্ককে_মাঠে_নামালেন_অখিলেশ_যাদব
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি ১৬ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৪ ১৭:০৩ Asia/Dhaka
  • ডা. শফিকুর রহমান বার্ক
    ডা. শফিকুর রহমান বার্ক

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি ১৬ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

গতকাল (মঙ্গলবার) প্রকাশিত ওই তালিকায় ৯৪ বছর বয়সী ডা. শফিকুর রহমান বার্কের নাম রয়েছে।  শফিকুর রহমান ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরমেশ্বর লাল সাইনিকে ১ লাখ ৭৪ হাজার ৮২৬ ভোটে পরাজিত করেছিলেন। তিনি পাঁচবারের এমপি এবং সম্ভল থেকে জিতেছিলেন।

 এদিকে, প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে  আলোচনা শুরু হয়েছে। প্রথম তালিকায় দলীয় নেতাদের নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। এর মধ্যে ডিম্পল যাদব, ধর্মেন্দ্র যাদব এবং অক্ষয় যাদবের নামও রয়েছে। এদিকে কার্যত সবাইকে অবাক করে সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মাঠে নামিয়েছেন  ৯৪ বছর বয়সী ডা. শফিকুর রহমান বার্ককে। শফিকুর রহমান বার্ক সম্ভল লোকসভা আসন থেকে লড়বেন। তিনি বর্তমানে সমাজবাদী পার্টির এমপি।

ডা. শফিকুর রহমানকে নিয়ে তুমুল আলোচনা এবং অখিলেশ যাদব কেন তাকে টিকিট দিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। শফিকুর রহমান পাঁচবারের এমপি এবং উত্তর প্রদেশের রাজনীতিতে একটি বড় নাম। গত লোকসভা নির্বাচনে  যখন হিন্দুত্ববাদী  ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যাপক বিজয় অর্জন করেছিল এবং উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল, তখনও শফিকুর রহমান বিজেপি প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করতে সমর্থ হয়েছিলেন।       

হিন্দু ভোটের বিভাজন দেখে সমাজবাদী পার্টি ‘নরম হিন্দুত্ব’ ত্যাগ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৬ জন প্রার্থীর তালিকায় একজন মুসলিম প্রার্থী থাকলেও তিনি অনেক মুসলিম প্রার্থীর সমান বলে মনে করা হচ্ছে। শফিকুর রহমান বার্ক হলেন সমাজবাদী পার্টির মুখ যিনি তার বিতর্কিত মন্তব্যের কারণে সবসময়ই শিরোনামে থাকেন। ৯৪ বছর বয়সে শফিকুর রাহমান বার্ককে টিকিট দিয়ে  অখিলেশ  যাদব স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি নরম হিন্দুত্ব থেকে নিজেকে দূরে রেখেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।    

সমাজবাদী পার্টির প্রথম প্রার্থী তালিকায় কোনো ব্রাহ্মণ বা বৈশ্যকে টিকিট দেওয়া  হয়নি। দলের প্রথম তালিকায় রয়েছে ১১ জন ওবিসি, ১ জন মুসলিম, ১ দলিত, ১ ঠাকুর এবং ২ খত্রী সম্প্রদায়ের। ১১টি ওবিসি টিকিটের মধ্যে, ৪ কুর্মি, ৩   যাদব, ২ শাক্য, ১ নিষাদ এবং ১ জন পাল রয়েছে। যে ৩ জন যাদব টিকিট পেয়েছেন, তার মধ্যে সাধারণ যাদবরা টিকিট পাননি, পেয়েছেন কেবল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পরিবারের সদস্যরা। #          

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩০    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।