শত্রুদের ‘হাইব্রিড হুমকি’ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
(last modified Sun, 09 Oct 2022 00:30:42 GMT )
অক্টোবর ০৯, ২০২২ ০৬:৩০ Asia/Dhaka
  • একটি সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেনারেল বাকেরি
    একটি সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেনারেল বাকেরি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে ‘হাইব্রিড হুমকি’ সৃষ্টি করতে চায়। এ ধরনের হুমকি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

গতকাল (শনিবার) রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ‘হাইব্রিড হুমকির’ ব্যাপারে বহুদিন ধরে সতর্ক থাকার নির্দেশ দিয়ে এসেছেন।

জেনারেল বাকেরি বলেন, “বাস্তবতা হচ্ছে আমরা এখন হাইব্রিড হুমকি মোকাবিলা করছি। এ ধরনের হুমকি সামরিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে হয় এবং কখনও কখনও অজ্ঞাত রূপে আবির্ভুত হয়। আমাদেরকে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি শত্রুদের অপচেষ্টায় ইরানে ছড়িয়ে পড়া সাম্প্রতিক দাঙ্গা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।  জেনারেল বাকেরি বলেন, ইরানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য শত্রুরা গত কয়েক দিনে একটি ক্ষুদ্র অজুহাত ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু সভ্য ও বুদ্ধিদীপ্ত ইরানি জনগণ আধিপত্যকামী শক্তিগুলোর মোকাবিলায় ইরানের ইসলামি শাসনব্যবস্থার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।