‘তাকফিরি সন্ত্রাসবাদ নির্মূলে রাশিয়া, ইরান, সিরিয়া বদ্ধপরিকর’
https://parstoday.ir/bn/news/iran-i11641-তাকফিরি_সন্ত্রাসবাদ_নির্মূলে_রাশিয়া_ইরান_সিরিয়া_বদ্ধপরিকর’
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া, সিরিয়া ও ইরান তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। তেহরান সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসিম ফ্রেইজের সঙ্গে সাক্ষাতের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১০, ২০১৬ ১৬:২৬ Asia/Dhaka
  • ‘তাকফিরি সন্ত্রাসবাদ নির্মূলে রাশিয়া, ইরান, সিরিয়া বদ্ধপরিকর’

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া, সিরিয়া ও ইরান তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। তেহরান সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসিম ফ্রেইজের সঙ্গে সাক্ষাতের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শামখানি সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহসি পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিরিয়ার চলমান সংঘর্ষের ব্যাপারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের ভূমিকা দেখে স্পষ্টভাবে বোঝা যায় তারা মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাতে শোইগু বলেন, বিশ্বকে আরো বেশি নিরাপদ করার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ একটি আন্তর্জাতিক দায়িত্ব যা সব দেশের পালন করা উচিত।

সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে নিজেদের গৃহিত পদক্ষেপ মূল্যায়নের জন্য রাশিয়া ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা তাদের ইরানি সমকক্ষ হোসেইন দেহকানের সঙ্গে আলোচনা করতে বর্তমানে তেহরান সফর করছেন।

উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য রাশিয়া দেশটিতে জঙ্গিবিমান ও বিশেষ বাহিনী পাঠিয়েছে। অন্যদিকে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি সরকারপন্থি গণবাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০