কারবালায় ইমাম হোসেইন (আ)'র মাজার শরিফে শোকার্তদের নানা কর্মসূচি
https://parstoday.ir/bn/news/iran-i127764
আরাবাইন, আশুরার ৪০ দিন পুরো হতে এখন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কারবালা প্রান্তরে মহররমের ১০ তারিখ বা আশুরার দিনে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন ইমাম হোসেইন(আ)। ছয় মাসের শিশু হজরত আলী আসগর(আ)সহ ইমামের ৭২জন সঙ্গীও এদিন শহিদ হয়েছিলেন। ইমাম হোসেইন(আ) শহিদ হওয়ার ৪০ দিন পূর্তিতে শোক অনুষ্ঠান হয়। সে শোক অনুষ্ঠানে যোগ দিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছে আরবাইন অনুষ্ঠানে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ২০:৫৬ Asia/Dhaka
  • কারবালায় ইমাম হোসেইন (আ)'র মাজার শরিফে শোকার্তদের নানা কর্মসূচি

আরাবাইন, আশুরার ৪০ দিন পুরো হতে এখন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কারবালা প্রান্তরে মহররমের ১০ তারিখ বা আশুরার দিনে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন ইমাম হোসেইন(আ)। ছয় মাসের শিশু হজরত আলী আসগর(আ)সহ ইমামের ৭২জন সঙ্গীও এদিন শহিদ হয়েছিলেন। ইমাম হোসেইন(আ) শহিদ হওয়ার ৪০ দিন পূর্তিতে শোক অনুষ্ঠান হয়। সে শোক অনুষ্ঠানে যোগ দিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে দলে দলে যোগ দিচ্ছে আরবাইন অনুষ্ঠানে। 

পার্সটুডে/বাবুল আখতার/৫