দ্বিতীয় শ্রেষ্ঠ সামাজিক ছায়াছবির পুরস্কারও অর্জন
ব্রাজিলের কানোয়া চলচ্চিত্র উৎসব: পুরস্কার পেলো ইরানি ছায়াছবি 'পারিসান'
ইরানের একজন চলচ্চিত্র পরিচালক ব্রাজিলের কানোয়া চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন।
কামবিজ বাবায়ি নামের এই পরিচালক এই উৎসবে তার 'পারিসান' (পরী বা ফেরেশতার মত) নামক ছায়াছবির জন্য এই পুরস্কার পেয়েছেন। সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, একই উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ সামাজিক ছায়াছবির পুরস্কারটিও পেয়েছে ইরানের এই ছায়াছবি এবং এই ছায়াছবি বিচারকমণ্ডলীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
'পারিসান' ছায়াছবি এর আগে ব্রাজিলের রিওদিজানেইরো'র সান্তাক্রুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছায়াছবি ও শ্রেষ্ঠ পরিচালনার পুরস্কার পেয়েছিল।
'পারিসান' ছায়াছবির বিষয়বস্তু হল করোনা মহামারি চলাকালীন সময়ে ইরানের চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত কর্মীদের ত্যাগ ও শাহাদাতের প্রতি সম্মাননা। #
পার্সটুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।