শুরু হলো আন্তর্জাতিক ইসলামি ঐক্য সপ্তাহ; চলছে মহড়াসহ নানা আয়োজন
বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে আজ (সোমবার) থেকে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি ঐক্য সপ্তাহ পালন শুরু হয়েছে। ইরানে এ উপলক্ষে বিশাল সামরিক মহড়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, খ্রিস্টীয় ৫৭০ সালের এ দিনে (১২ই রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন। অবশ্য বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।
৫ দিনের এই ব্যবধানের মধ্যে সেতু-বন্ধন হিসেবে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি (র.) এই দিনগুলোকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। গত তিন দশকেরও বেশি সময়ের ধরে এই ঐক্য সপ্তাহ শিয়া ও সুন্নি মুসলমানের ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
ইরানে এ বছরও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন। ৩০তম এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দেবেন। এতে ইরানেরও বহু প্রখ্যাত ব্যক্তিত্ব অংশ নেবেন বলে মুসলিম মাজহাবগুলোর নৈকট্য সৃষ্টি বিষয়ক বিশ্ব ফোরাম জানিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২