নিষেধাজ্ঞায় আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে: ইরান
-
আলী আকবর বেলায়েতি
ইরান বলেছে, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তেহরান সফররত রাশিয়ার ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের পরিচালক ভিতালি ন্যামকিনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
গত বহস্পতিবার মার্কিন সিনেট একসঙ্গে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস করে।
এর প্রতিক্রিয়ায় বেলায়েতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা নিজেই একঘরে হয়ে যাচ্ছে। কাজেই এ ধরনের নিষেধাজ্ঞায় অন্য দেশের চেয়ে আমেরিকারই ক্ষতি হবে বেশি।
তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরান ও রাশিয়ার সম্পর্ক ও সহযোগিতা অতীতের চেয়ে আরো বেশি গভীর ও শক্তিশালী হবে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যসহ নানা খাতে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে রাশিয়া ও ইরান উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি বলেন, বর্তমানে তেহরান ও মস্কো রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বেলায়েতি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এককভাবে লঙ্ঘন করার কোনো অধিকার মার্কিন সরকারের নেই। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১