আইআরজিসি না থাকলে আইএস ইউরোপে পৌঁছে যেত: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69483-আইআরজিসি_না_থাকলে_আইএস_ইউরোপে_পৌঁছে_যেত_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সময়মতো পদক্ষেপ না নিলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ইউরোপের দোরগোড়ায় পৌঁছে যেত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ০৮:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সময়মতো পদক্ষেপ না নিলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ইউরোপের দোরগোড়ায় পৌঁছে যেত।

তিনি ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টনের মধ্যকার একটি টেলিভিশন বিতর্কের ভিডিও প্রকাশ করে এ মন্তব্য করেছেন। ওই বিতর্কে দুই প্রার্থী দায়েশের ভয়াবহ বিপদ সম্পর্কে কথা বলেছিলেন। জাওয়াদ জারিফ বলেন, আইআরজিসি বর্তমানে সিরিয়ায় দায়েশকে নির্মূলের পথে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইআরজিসি যদি সময়মতো ইরাক ও সিরিয়ার জনগণের পাশে না দাঁড়াত তাহলে দায়েশ ওই দুই দেশের রাজধানী দখল করার পর একটি সন্ত্রাসী বাহিনীকে ইউরোপের দিকে পাঠাত।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার রাতেই ট্রাম্পের এই ন্যক্কারজনক পদক্ষেপের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে লেখা এক চিঠিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী তথা ‘সেন্টকম’কে ইরানের সন্ত্রাসী বাহিনীগুলোর তালিকায় অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন। প্রেসিডেন্ট রুহানির নেতৃত্বাধীন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার রাতেই ‘সেন্টকম’সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল বাহিনীকে সন্ত্রাসী বাহিনীগুলোর তালিকায় স্থান দেয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১