রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা-(পর্ব-৩)
(last modified Tue, 11 Aug 2020 12:10:30 GMT )
আগস্ট ১১, ২০২০ ১৮:১০ Asia/Dhaka
  • রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা-(পর্ব-৩)

রেডিও তেহরান আয়োজিত 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-(পর্ব-৩)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট-২০২০।  

প্রশ্নমালা:

প্রশ্ন-১.  ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্প্রতি বুশেহর প্রদেশে বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। ওই কারখানায় প্রতিদিন কত মেট্রিক টন মিথানল উৎপাদিত হবে? 

প্রশ্ন-২. ১০ আগস্ট রেডিও তেহরান থেকে একটি নতুন ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটির নাম কী?

প্রশ্ন-৩. বিদায় হজের পর রাসূল (সা.) মদিনায় ফেরার পথে গাদির-এ-খুম নামক স্থানে আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে হজরত আলী (আ.)-কে 'মুমিনদের নেতা' বা 'মাওলা' হিসেবে মনোনীত করেন। ঘটনাটি হিজরী কত সনের কত তারিখে সংঘটিত হয়েছিল?    

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)

নিয়মাবলি:

  • উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।
  • একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
  • ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৩' লিখতে হবে।
  • উত্তর পাঠানোর ঠিকানা:  [email protected]

সঠিক উত্তরদাতাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। #

 

 

ট্যাগ