আইএইএ’র সঙ্গে ইরানের সাময়িক চুক্তির মেয়াদ বাড়ল এক মাস
https://parstoday.ir/bn/news/iran-i92126-আইএইএ’র_সঙ্গে_ইরানের_সাময়িক_চুক্তির_মেয়াদ_বাড়ল_এক_মাস
ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের তিন মাসের সাময়িক চুক্তি আরেক মাসের জন্য নবায়ন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০২১ ০৫:০৯ Asia/Dhaka
  • আইএইএ’র সঙ্গে ইরানের সাময়িক চুক্তির মেয়াদ বাড়ল এক মাস

ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের তিন মাসের সাময়িক চুক্তি আরেক মাসের জন্য নবায়ন করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপ থেকে একটি ফলাফল বেরিয়ে আসার সুযোগ করে দেয়ার জন্য চুক্তিটি এক মাসের জন্য নবায়ন করা হয়েছে।

এর ফলে আইএইএ আগামী ২৪ জুন পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন এবং এগুলোতে স্থাপিত ক্যামেরার সাহায্যে প্রয়োজনীয় ছবি ও ভিডিও চিত্র গ্রহণ করে যেতে পারবে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে এ সংক্রান্ত যে সাময়িক চুক্তি সই হয়েছিল তা ২৪ জুন পর্যন্ত নবায়ন করা হয়েছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছিলেন, ইরানের সঙ্গে আইএইএ’র তিন মাসব্যাপী সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সংস্থাটি আর ইরানের পরমাণু স্থাপনার কোনো দৃশ্য দেখতে পাবে না।  তিনি রোববার পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন, “২২ মে তিন মাসব্যাপী চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে স্থাপিত ক্যামেরার মাধ্যমে সংগৃহিত কোনো ছবি বা ভিডিও আর ওই সংস্থাকে সরবরাহ করা হবে না।”

কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি নবায়ন হওয়ার ফলে দু’পক্ষের মধ্যকার টানাপড়েনের আপাতত অবসান হলো। এখন ভিয়েনা সংলাপ থেকে আগামী এক মাসের মধ্যে কি ফলাফল বেরিয়ে আসে তার ওপর আইএইএ’র সঙ্গে ইরানের পরবর্তী সহযোগিতা নির্ভর করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।