ইরানের সামরিক বাহিনীর সাবেক চিফ অব স্টাফের ইন্তেকাল
(last modified Fri, 03 Sep 2021 10:49:49 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২১ ১৬:৪৯ Asia/Dhaka
  • জেনারেল হাসান ফিরোজাবাদি (ফাইল ফটো)
    জেনারেল হাসান ফিরোজাবাদি (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সাবেক চিফ অব স্টাফ মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি ইন্তেকাল করেন। ১৯৮৯ সালে থেকে ২০১৬ সাল পর্যন্ত হাসান ফিরোজাবাদি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের পর থেকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এছাড়া তিনি নীতি নির্ধারণী পরিষদের সদস্য হিসেবেও কাজ করেছেন। এই পরিষদ প্রশাসনিক সরকার ও সংসদের মধ্যকার বিতর্ক বা বিরোধের মীমাংসা করে থাকে।

জেনারেল ফিরোজাবাদির ইন্তেকালে ইরানের সামরিক বাহিনীর বর্তমান চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জেনারেল ফিরোজাবাদির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানান।#

পার্সটুডে/এসআইবি/৩