শ্রোতাদের মতামত
'রংধনু আসর আমার কাছে খুবই প্রয়োজনীয় ও দরকারি অনুষ্ঠান মনে হয়'
প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ২৪ নভেম্বর ২০২২ সান্ধ্য অধিবেশন বিশ্বসংবাদ, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, রংধনু আসর এবং কথাবার্তা বিশেষ মনোযোগ সহকারে শুনেছি। সবথেকে ভালো ও মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় লেগেছে এদিনের রংধনু আসর।
অন্যের ঘরে প্রবেশের ব্যাপারে ইসলামের দিকনির্দেশনা সম্পর্কে রংধনু আসরে একটি সুন্দর সত্য গল্প শোনানো হয়েছে। গল্পটি খুবই শিক্ষণীয় ছিল।
অনেকেই আছে অনুমতি না নিয়ে হুটহাট করে অন্যের ঘরে প্রবেশ করে। অন্যের ঘর কিংবা বাড়িতে ঢোকার আগে যে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, সেটা তারা বুঝতে চায় না। হঠাৎ করে একটা লোক কোন ঘরে ঢুকে পড়লে ফলে বিবৃতি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই ইসলাম ধর্মে অন্যের গৃহে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে।
শুধু প্রতিবেশী কিংবা আত্মীয়ের ঘরেই নয়, মা-বাবার রুমে, বোনের রুমে, বোন ভাইয়ের রুমে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নিতে হবে। কারণ, প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত যা অন্যের নিকট প্রকাশ করা কখনোই কাম্য নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কারো গৃহে প্রবেশের আগে তিনবার প্রার্থনা করবে।"
অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি চাওয়ার বিষয়টি সব সভ্য সমাজে শিষ্টাচারের অন্তর্ভুক্ত। বাহ্যিক দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ না হলেও এরপরও অন্তর্নিহিত তাৎপর্য এবং গুরুত্ব অপরিসীম।
অন্যের বাড়িতে প্রবেশের আগে অনুমতি নেওয়ার ব্যাপারে ইসলামে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তাই তোমরা যারা ছোট আছো তারাও কিন্তু হুট করে অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না। নাবালক শিশু অথবা ক্রীতদাসের জন্য তিন সময়ে অনুমতি নেওয়া জরুরি। এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, "হে ঈমানদারগণ তোমাদের দাস-দাসীগণ এবং তোমাদের মধ্যে যারা বয়েপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিনটি সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা বিশ্রামে উদ্দেশ্য বস্ত্র শিথিল করো তখন এবং এশারের নামাজের পর। এ তিন সময় ব্যতীত অন্য সময়ে অনুমতি নেবে।"
মহান আল্লাহর এই নির্দেশের আলোকে তোমরাও যে কারো ঘরে প্রবেশের আগে সালাম দেবে এবং অনুমতি নেবে। এর মাধ্যমে গৃহবাসী যেমন খুশি হবে তেমনি সমাজে নেমে আসবে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ।
'অন্যের গৃহে প্রবেশের ব্যাপারে ইসলামের দিকনির্দেশনা' একটি সুন্দর এবং শিক্ষণীয় অনুষ্ঠান যা শুনে অনেক জ্ঞান লাভ করেছি। যে জ্ঞান আমার পারিবারিক, সাংসারিক এবং কর্মক্ষেত্রে চলমান জীবনকে সুন্দরময় করে তোলে। রংধনু আসর আমার কাছে খুবই প্রয়োজনীয় ও দরকারি অনুষ্ঠান মনে হয়।
শিশু শিল্পী স্বাধীন, সাবা ইমন, তাহিয়া, রুবাইয়াত ও জান্নাত এদের গাওয়া "দেখা হলে সালাম করো" গানটিও খুবই শিক্ষণীয় ছিল।
শ্রদ্ধেয় আশরাফুর রহমান মহাশয়ের গ্রন্থনা এবং গাজী আব্দুর রশিদ মহাশয় ও আখতার জাহান মহাশয়ার উপস্থাপনায় এই সুন্দর, শিক্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ জানাই।
পরিশেষে সবাইকে আরো একবার প্রীতি পূর্ণ শুভেচ্ছা জানিয়ে লেখার ইতি টানলাম। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মনীষা রায়
মেখলিগঞ্জ, কোচবিহার,
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।