শ্রোতাদের মতামত
'কোনোদিন অনুষ্ঠান শুনতে না পারলে মনে হয় অনেক কিছুই হারালাম'
অজানাকে জানার, অচেনাকে চেনার আগ্রহ মানবের ধর্ম। একসময় মানুষ অজানাকে জানার উদ্দেশ্যে বছরের পর বছর পাড়ি জমাতেন জল পথে। সেইসব দিন এখন অতীত। এখন নানা মাধ্যমে জানতে পারি দেশ, কাল, পাত্র সম্পর্কে খুঁটিনাটি।
আমাদের মত ছাপোষা মানুষের বিভিন্ন দেশ পাড়ি দিয়ে অজানাকে জানার কোন সম্ভাবনার অবকাশ নাই। এজন্য আমি বিভিন্ন দেশের বেতারানুষ্ঠান শোনার প্রতি আকৃষ্ট হই। তারই ফলস্বরূপ তেহরান বেতার আমার নিত্য দিনের সঙ্গী বা বন্ধু। নিয়মিত অনুষ্ঠান শোনা তার কারণ।
প্রযুক্তিগত কারণে যেদিন অনুষ্ঠান শুনতে না পাই সেদিন মনে হয় অনেক কিছুই হারালাম। উদাহরণস্বরূপ মাঝে মাঝে ফেসবুক লাইভে আপনাদের পাওয়া যায় না অথবা অনুষ্ঠান দেখা গেলেও শোনা যায় না। গত ৮ ও ৯ জুলাই প্রথম অধিবেশন তাই হয়েছে।
১০ জুলাই তারিখে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা পরিবেশিত হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি পরিবেশনার পর শুরু হয় বিশ্বসংবাদ। বিশ্বসংবাদের মাঝে ঢাকার প্রতিনিধি টেলিফোন রিপোর্ট করে জানালেন বিএনপির সরকার পতনের আন্দোলন সম্পর্কে। আর কলকাতার প্রতিনিধি জানালেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা সম্পর্কে।
সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথম বিষয় ইরানের প্রেসিডেন্ট রায়িসি'র আফ্রিকার তিনটি দেশ সফর এবং ইইউ'র অনুসন্ধানী দলের ঢাকা সফরের দ্বিতীয় দিনের ওপর আলোকপাত করা হয়।
শ্রোতাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জনে বাংলাদেশ থেকে ছয়জন এবং পশ্চিমবঙ্গ থেকে তিনজন শ্রোতার চিঠি নিয়ে আলোচনা, বাংলাদেশের একজন শ্রোতার সাক্ষাৎকার এবং 'বাবা'কে নিয়ে সুন্দর একটা গান পরিবেশিত হয়। আজ কোন চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়নি।
সবশেষে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার কয়েকটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয়। আজ পুরো সময়জুড়ে সকল অনুষ্ঠান সুচারুভাবে শুনতে পাওয়ার জন্য আনন্দিত। সেইসাথে কর্তৃপক্ষকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। নমষ্কার। সকলে ভালো থাকবেন।
অজয় কুমার সরকার,
"স্বপ্ননীড়", হটুদেওয়ান নাগেরপাড়া,
ডাকঘর: বর্ধমান, জেলা: পূর্ব বর্ধমান-৭১৩১০১ পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।