৩ ইসরাইলি বন্দিকে ছেড়ে দিল হামাস; বিনিময়ে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/religion-i146822-৩_ইসরাইলি_বন্দিকে_ছেড়ে_দিল_হামাস_বিনিময়ে_মুক্তি_পেলেন_১৮৩_ফিলিস্তিনি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আজ আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। ১৫ মাসের গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পঞ্চম ধাপে তাদের মুক্তি দেওয়া হল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১৮:৩০ Asia/Dhaka
  • ৩ ইসরাইলি বন্দিকে ছেড়ে দিল হামাস
    ৩ ইসরাইলি বন্দিকে ছেড়ে দিল হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আজ আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। ১৫ মাসের গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পঞ্চম ধাপে তাদের মুক্তি দেওয়া হল।

মুক্তি পাওয়া বন্দিরা হলেন- ইলাই শরাবি (৫২), অর লেভি (৩৪) এবং ওহাদ বেন এমি (৫৬) । আজ (শনিবার) গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালা থেকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

রেডক্রসের কাছে তাদের হস্তান্তরের জন্য হামাস দেইর আল-বালায় একটি মঞ্চ স্থাপন করে। মঞ্চে ও এর আশপাশে মুখোশ পরা হামাসের বহু সশস্ত্র যোদ্ধা উপস্থিত ছিলেন। এই তিনি বন্দির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে বন্দি থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আল আকসা তুফান অভিযান চালানোর সময় এসব বন্দিকে গাজায় নিয়ে আটকে রেখেছিল হামাস। মুক্তি পাওয়ার পর এই তিন বন্দিকে রেডক্রস গাজায় অবস্থান করা ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করে।

এদের বিনিময়ে ইসরাইল আজ যে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে ১৮ জন আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। অপর ১১১ জনকে গাজা যুদ্ধ চলার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে হামাস জানিয়েছে।

বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার জন্য ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনির একটি তালিকা প্রকাশ করেছে ইসরাইল। এদের মধ্যে ২৩০ জনেরও বেশি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। #

পার্সটুডে/এমএআর/৮