ইয়েমেনের ওপর হামলা জোরদার সৌদি জোটের ব্যর্থতার প্রমাণ
https://parstoday.ir/bn/news/west_asia-i100610-ইয়েমেনের_ওপর_হামলা_জোরদার_সৌদি_জোটের_ব্যর্থতার_প্রমাণ
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফি বলেছেন, তার দেশের ওপর সামরিক আগ্রাসন জোরদার করার মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ২৯, ২০২১ ১৬:৫১ Asia/Dhaka
  • ইয়েমেনের সৌদি আগ্রাসন
    ইয়েমেনের সৌদি আগ্রাসন

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফি বলেছেন, তার দেশের ওপর সামরিক আগ্রাসন জোরদার করার মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন হিশাম শারাফি। তিনি বলেন, ইয়েমেন সৌদি আরবের ওপর বোমাবর্ষণ করে চলেছে যা তারা শুরু থেকেই করছিল। এর অর্থ হচ্ছে তারা ইয়েমেনে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং অসহায় হয়ে পড়েছে।

হিশাম শারাফি বলেন, সানার ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে বলে সৌদি আরবের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে তখন তারা বেশ কয়েকটি ফ্রন্টে হামলা জোরদার করেছে। তবে ইয়েমেনের যোদ্ধারা যেকোনো হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

একইসঙ্গে তিনি বলেছেন, তার দেশ ন্যায়সঙ্গত শান্তি আলোচনার জন্যও প্রস্তুত রয়েছে। তবে যেকোনো শান্তি আলোচনার আগে অবশ্যই সৌদি আরবকে হামলা বন্ধ করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।