সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে; অবরুদ্ধ কয়েক লাখ মানুষ
https://parstoday.ir/bn/news/west_asia-i10570-সিরিয়ায়_দায়েশের_বিরুদ্ধে_তীব্র_লড়াই_চলছে_অবরুদ্ধ_কয়েক_লাখ_মানুষ
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা এবং আলেপ্পোর উপকণ্ঠে সেনাবাহিনী এবং কুর্দি যোদ্ধারা তাকফিরি দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৮, ২০১৬ ১৭:১৮ Asia/Dhaka
  •  সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে তীব্র লড়াই চলছে; অবরুদ্ধ কয়েক লাখ মানুষ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা এবং আলেপ্পোর উপকণ্ঠে সেনাবাহিনী এবং কুর্দি যোদ্ধারা তাকফিরি দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

সিরিয়ার রাক্কা শহর থেকে তাকফিরি দায়েশকে হটাতে কুর্দি যোদ্ধারা অভিযান শুরু করায় তিন লাখ অধিবাসী আটকে পড়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

এছাড়া, তুরস্কের সীমান্তে অবস্থিত আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর কাছে হাত ছাড়া হয়ে যাওয়া এলাকা পুনর্দখল করতে তাকফিরি দায়েশ হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সেখানেও প্রায় এক লাখ মানুষ আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

তাকফিরি দায়েশের স্বঘোষিত রাজধানী রাক্কায় মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে বলে দায়েশ বিরোধী একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। এছাড়া, শহর থেকে পালিয়ে যেতে সেখানকার অধিবাসীরা দালালদের ৪০০  মার্কিন ডলার পর্যন্ত ঘুষ দিচ্ছে বলেও জানায় তারা।

এদিকে, দায়েশ নিয়ন্ত্রিত আজাজ এবং মারিয়া শহরের সঙ্গে সংযুক্ত তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে বলে আজাজ ভিত্তিক সাংবাদিক মামুন খাতিব জানিয়েছেন। মারিয়া শহরে ১৫ হাজার ব্যক্তি অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদের জীবন মারাত্মক হুমকির মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, তুরস্কের সীমান্ত এবং দায়েশ নিয়ন্ত্রিত এলাকার মাঝ পথে প্রায় এক লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদের জীবনও  হুমকির মুখে বলে ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফ’র আঞ্চলিক কর্মকর্তা পাবলো মারকো জানিয়েছেন।#


পার্সডুটে/বাবুল আখতার/২৮