২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; প্রতিশোধ নেয়ার হুমকি হামাসের
https://parstoday.ir/bn/news/west_asia-i114050-২_ফিলিস্তিনিকে_হত্যা_করল_ইসরাইল_প্রতিশোধ_নেয়ার_হুমকি_হামাসের
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২২ ০৭:৩৮ Asia/Dhaka
  • বাসেল কাসাম ও খালেদ ফাদি আনবার
    বাসেল কাসাম ও খালেদ ফাদি আনবার

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়া হবে।

গতকাল (সোমবার) পশ্চিম তীরের রামাল্লাহ শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। দখলদার সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সি অপর তরুণ রাফাত হাবাশ আহত হন।

হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হওয়ার পর প্রচণ্ড আতঙ্কে থাকা দখলদার ইসরাইল এখন বেপরোয়াভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন শুরু করেছে।

এ ধরনের অপরাধযজ্ঞ বন্ধ করতে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সবগুলো ফিলিস্তিনি সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলকে ফিলিস্তিনি জনগণকে হত্যার মাশুল দিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।