ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠি:
সহিংসতা চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে ইসরাইলকে হানিয়ার হুশিয়ারি
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন শত্রুদের বিরুদ্ধে লড়াই এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে।
খ্রিষ্টিয় নতুন বছরের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নতুন রূপ নিয়েছে। ইসরাইলের চরম ডানপন্থী নেতাদের অন্যতম নেতানিয়াহু নিজের চেয়েও বেশি উগ্র ও চরমপন্থী লোকদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছেন। তার ওই মন্ত্রিসভা অধিকৃত ভূখণ্ডে এমন গুরুতর সংকট তৈরি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচক এবং প্রতিবাদকারীদের কণ্ঠস্বর আগের যে-কোনো সময়ের তুলনায় অনেক বেশি উচ্চকিত। নেতানিয়াহু মন্ত্রিসভা গঠন করার পর থেকে বিগত দুই মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে।
ইসরাইলের এই সহিংসতার ফলে ফিলিস্তিনিদের জন্য দুটো সুফল বয়ে এনেছে। একটি সুফল হলো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেতনা তৈরি হয়েছে ফিলিস্তিনিদের মাঝে। দ্বিতীয় সুফল হলো ফিলিস্তিনিদের মনে তাদের জাতীয় পরিচয় সুরক্ষার সংকল্প দৃঢ়তর হয়েছে এবং জাতীয় চেতনা অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারই ভিত্তিতে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সহিংসতার ফলে ইহুদিবাদীদের জন্যই বরং আগের তুলনায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো ফিলিস্তিনিদের নতুন প্রজন্মের সমন্বয়ে নয়া প্রতিরোধ বাহিনীর উত্থান। এটা অবশ্য নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের আগেই ঘটেছে। নেতানিয়াহুর পূর্ববর্তী জোট-মন্ত্রিসভার সহিংসতার প্রতিক্রিয়ায় ঘটেছিল। তবে নেতানিয়াহুর মন্ত্রিসভার সহিংসতার পর নতুন প্রতিরোধ গোষ্ঠীর আন্দোলন সংগ্রাম গতি পেয়েছে। সেইসঙ্গে এই নতুন প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ফিলিস্তিনি জনগণের একটি যোগসূত্র প্রতিষ্ঠিত হয়েছে।
গত বুধবার নাবলুসে ইসরাইলি বর্বর সেনাদের নির্বিচার হামলায় ১০ জন ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক আহত হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় নতুন প্রতিরোধ গোষ্ঠি আরিন আল-আসওয়াদ ফিলিস্তিনি জনগণকে রাতের বেলায় রাজপথ ও প্রধান চত্বরগুলোতে সমবেত হবার আহ্বান জানায়। ইহুদিবাদী শত্রুদের মোকাবেলায় তাদের প্রতিরোধকে সমর্থন জানানোরও আহ্বান জানায় নতুন প্রতিরোধ বাহিনী। তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেয়। সুতরাং আসন্ন রমজানে নেতানিয়াহু যুদ্ধ ও সংঘাত চাপিয়ে দিতে চাইলে কড়া প্রতিরোধের মুখে পড়বে। কেননা ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনীরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।