চলতি বছর এ পর্যন্ত ২০০'র বেশি ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i125482-চলতি_বছর_এ_পর্যন্ত_২০০'র_বেশি_ফিলিস্তিনি_শহীদ
ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ২০৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • চলতি বছর এ পর্যন্ত ২০০'র বেশি ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ২০৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ শহরে ২০২৩ সালে এ পর্যন্ত শহীদ হয়েছেন ৬৪ জন ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে শুধু গত সপ্তাহেই মারা গেছেন ১৩ জন ফিলিস্তিনি।

৪৬ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন পশ্চিম তীরের নাবলুস শহরে। এছাড়া ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন অবরুদ্ধ গাজা শহরের আশপাশে।

এর পাশাপাশি রামাল্লা শহরে ১১ জন, আল খলিল বা হেবরন শহরে ১০ জন এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে আট ফিলিস্তিন শহীদ হয়েছেন।

এছাড়া তুলকারাম, কালকিলিয়া, বেথেলহাম, তুবাস এবং সালফিত শহরে ১২ জন শহীদ হন। ইসরাইল ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। এই দখলদারিত্বের পেছনে সরাসরি সহযোগিতা করেছে আমেরিকা ব্রিটেনসহ পশ্চিমা প্রভাবশালী দেশগুলো।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।