তেল আবিবে ইরিত্রিয় অভিবাসী-পুলিশ সংঘর্ষ: আহত ১৫০
https://parstoday.ir/bn/news/west_asia-i127644-তেল_আবিবে_ইরিত্রিয়_অভিবাসী_পুলিশ_সংঘর্ষ_আহত_১৫০
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ইরিত্রিয়ার অভিবাসন প্রত্যাশী প্রতিপক্ষ দুই দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৩০ ইসরাইলি পুলিশসহ অন্তত ১৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১০:৪২ Asia/Dhaka
  • তেল আবিবে ইরিত্রিয় অভিবাসী-পুলিশ সংঘর্ষ: আহত ১৫০

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ইরিত্রিয়ার অভিবাসন প্রত্যাশী প্রতিপক্ষ দুই দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৩০ ইসরাইলি পুলিশসহ অন্তত ১৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, ইরিত্রিয়া সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে তারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও হ্যান্ডগান ব্যবহার করেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।

তেল আবিবে ইরিত্রিয়ার দূতাবাসে দেশটির বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানকে ঘিরে এই সংঘাতের সূত্রপাত হয়। ১৯৬১ সালে ইথিওপিয়ার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরুর বার্ষিকীতে ইরিত্রিয়ায় স্বাধীনতা দিবস পালিত হয়।

ইরিত্রিয়ার সরকার বিরোধীরা তেল আবিবে ইসরাইলি পুলিশের ব্যারিকেড ভেঙে ইরিত্রিয়ার দূতাবাসে অনুপ্রবেশ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা চালালে সংঘর্ষ বেধে যায়। এ সময় ইরিত্রিয়া সরকারের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বিরোধীদের ওপর হামলা চালায়। ইরিত্রিয়ার সরকার বিরোধীরা এর আগে অনুষ্ঠানটি বাতিল করতে ইসরাইলি শাসক গোষ্ঠীর কাছে আবেদন জানিয়েছিল।

ইসরাইলে ইরিত্রিয়ার ১৮ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে যাদের বেশিরভাগ মিশরের সিনাই মরুভূমি পাড়ি দিয়ে ইসরাইলে প্রবেশ করেছে। এসব অভিবাসী দাবি করছে, ইরিত্রিয়ায় ফিরে গেলে তারা সরকারি রোষাণলে পড়বে এবং নির্যাতন ও দমনপীড়নের শিকার হবে।

১৯৯৩ সালে ইরিত্রিয়ার স্বাধীনতা লাভের সময় থেকে প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ের্কি দেশটি শাসন করে আসছেন। পূর্ব আফ্রিকার এই দেশটিতে গত ৩০ বছরে কোনো নির্বাচন হয়নি এবং সেদেশে কোনো পার্লামেন্ট নেই।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।