হামাসের বিবৃতি
ইসরাইলি দূতাবাস খোলার অনুমতি দিয়ে বাহরাইন ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে
ইহুদিবাদী ইসরাইলকে বাহরাইন যে দূতাবাস খোলার অনুমতি দিয়েছে তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, মানামা এই পদক্ষেপের মধ্য দিয়ে ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মেরেছে।
আল-আরাবি আর জাদিদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার উপ প্রধান মুসা আবু মারজুক বলেন, এই উদ্যোগের কারণে বাহরাইনের নিজের নিরাপত্তা বিপদের মুখে পড়বে। তিনি বলেন, “আমরা এও বিশ্বাস করি যে, ভ্রাতৃপ্রতিম বাহরাইনের জনগণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে।”
গত সোমবার ইসরাইলের কয়েকজন কর্মকর্তা বাহরাইনের রাজধানী মানামায় আনুষ্ঠানিকভাবে তাদের মিশন উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রাশিদ আল-জায়ানি।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ২০২০ সালে বাহরাইন এবং ইহুদিবাদী ইসরাইল সম্পর্ক স্থাপন করে। এর তিন বছর পর ইহুদিবাদী ইসরাইল বাহরাইনে দূতাবাস চালু করল।#
পার্সটুডে/এসআইবি/৭