এবার ভিন্ন পরিবেশে ইসরাইলি বন্দিদের মুক্তি দিল হামাস: ভিডিও প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i131422-এবার_ভিন্ন_পরিবেশে_ইসরাইলি_বন্দিদের_মুক্তি_দিল_হামাস_ভিডিও_প্রকাশ
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় ৩০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে আরো ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এসময় বন্দিরা হামাস যোদ্ধাদের আতিথেয়তার প্রশংসা করেন এবং হাত নেড়ে বিদায় নেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৯, ২০২৩ ১০:৪৩ Asia/Dhaka

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় ৩০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে আরো ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এসময় বন্দিরা হামাস যোদ্ধাদের আতিথেয়তার প্রশংসা করেন এবং হাত নেড়ে বিদায় নেন।

গতকাল (মঙ্গলবার) রাতে ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়ার ভিডিও ছেড়েছে হামাস। আগের চারবারের ভিডিও দেখে মনে হয়েছে তাৎক্ষণিকভাবে বন্দিদের হস্তান্তরের স্থানে যেসব সাধারণ মানুষ উপস্থিত ছিল তারাই বিষয়টি দেখতে পেরেছে।

কিন্তু পঞ্চম দিনের ভিডিও দেখে মনে হচ্ছে, এবার হামাস আগে থেকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট একটি স্কয়ারে জনতাকে আসার আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। তারা 'আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে যোদ্ধাদের স্বাগত জানিয়েছে।

হস্তান্তর অনুষ্ঠান শেষে হামাস ও ইসলামি জিহাদ যোদ্ধারা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতির নিদর্শন হিসেবে কোলাকুলি করেছেন। এই ভিডিওর মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলকে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯