হাইফায় ইসরাইলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i136374-হাইফায়_ইসরাইলের_তেল_শোধনাগারকে_লক্ষ্য_করে_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধাদের_হামলা
ইরাকের ইসলামি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের হাইফায় তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১১:৫১ Asia/Dhaka
  • হাইফায় ইসরাইলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা

ইরাকের ইসলামি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের হাইফায় তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,  "আজ, ৬ এপ্রিল ২০২৪ শনিবার ভোরবেলা ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা আমাদের অধিকৃত ভূমি হাইফাতে তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ড্রোন ব্যবহার হামলা চালিয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমাদের শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত হানার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করছি।"

বিবৃতিতে আরো বলা হয়েছে, আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে। প্রকৃতপক্ষে, আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। গত বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরাইলি বিমানঘাঁটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশের আশদোদ শহরকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রথম হামলায় প্রতিরোধ বাহিনীকে রামাত ডেভিড এয়ারবেসে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করতে দেখা যায়। এটি ইসরাইলি শাসক গোষ্ঠীর সবচেয়ে উত্তরের ঘাঁটি যেখানে যুদ্ধবিমান এবং গানশিপ রয়েছে।

ইরাকি বাহিনীর দ্বিতীয় হামলায় আশদোদে একটি "গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে" আঘাত হানে যেটি একইভাবে ড্রোন ব্যবহার করে পরিচালিত হয়েছিল। প্রতিরোধের মতে পরবর্তী হামলাটি ইসরাইলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফিলিস্তিনিপন্থী অভিযানের "দ্বিতীয় পর্বের" অংশ ছিল। এর আগে বুধবার প্রতিরোধকামীরা উত্তর-পশ্চিমাঞ্চলের হাইফা বিমানবন্দরে আঘাত হানে। এরপর প্রতিরোধকামীদের পক্ষ থেকে এক বার্তায় জোর দিয়ে বলা হয় যে  তারা শত্রুর দুর্গ ধ্বংসের কাজ চালিয়ে যাবে।#

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।