হেলিকপ্টার ভূপাতিত করার দায়েশের দাবি নাকচ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i14095-হেলিকপ্টার_ভূপাতিত_করার_দায়েশের_দাবি_নাকচ_করল_রাশিয়া
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক পালমিরা শহরে রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার যে দাবি করেছে মস্কো তা অস্বীকার করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ০৯, ২০১৬ ১৮:৪১ Asia/Dhaka
  • রাশিয়ার হেলিকপ্টার
    রাশিয়ার হেলিকপ্টার

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক পালমিরা শহরে রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার যে দাবি করেছে মস্কো তা অস্বীকার করেছে।

দায়েশ গতকাল (শুক্রবার) সিরিয়ার বাদিয়া এলাকায় রাশিয়ার হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দায়েশের সঙ্গে সর্ম্পকিত একটি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে লন্ডন ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তবে কোনো হেলিকপ্টার হারানোর বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করেছে।

এদিকে, পালমিরা শহরের পূর্ব অংশে সাওয়ামা গ্রামে দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সংঘর্ষ এখনো চলছে বলে সিরিয়ার নাউ সংবাদ মাধ্যমের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে। এছাড়া, সিরিয়ার সেনাবাহিনী হোমস প্রদেশের শায়ের গ্যাস ক্ষেত্রের কাছে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে কথিত মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। এতে দুই পক্ষেরই বহু ব্যক্তি হতাহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা চালিয়ে আসছে। সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া সংঘর্ষে এ পর্যন্ত ৪ লাখেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে। #

 

পার্সটুডে/বাবুল আখতার/৯