আইএস তথা দায়েশ ও মার্কিন সেনাদের মধ্যে বিশেষ যোগসাজসের নতুন খবর
https://parstoday.ir/bn/news/west_asia-i145384-আইএস_তথা_দায়েশ_ও_মার্কিন_সেনাদের_মধ্যে_বিশেষ_যোগসাজসের_নতুন_খবর
পার্সটুডে- সিরিয়ায় মার্কিন সেনাদের রহস্যময় ও সন্দেহজান তৎপরতা বেড়ে গেছে। সংবাদ-সূত্রগুলো জানিয়েছে কথিত ইসলামিক স্টেট বা আইএস তথা দায়েশের সঙ্গে মার্কিন সেনাদের গোপন সমঝোতা ও যোগসাজশের  নিদর্শন দেখা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৪ ১৭:৫১ Asia/Dhaka
  • আইএস তথা দায়েশ ও মার্কিন সেনাদের মধ্যে বিশেষ যোগসাজসের নতুন খবর

পার্সটুডে- সিরিয়ায় মার্কিন সেনাদের রহস্যময় ও সন্দেহজান তৎপরতা বেড়ে গেছে। সংবাদ-সূত্রগুলো জানিয়েছে কথিত ইসলামিক স্টেট বা আইএস তথা দায়েশের সঙ্গে মার্কিন সেনাদের গোপন সমঝোতা ও যোগসাজশের  নিদর্শন দেখা গেছে।

ইরাকের আলমালুমাহ নামক সংবাদ সংস্থা আজ রোববার ভোরবেলায় জানিয়েছে, মার্কিন সেনাদের একটি গাড়ি-বহর সন্ত্রাসী আইএস-এর সহায়তা নিয়ে পূর্ব সিরিয়ায় দেইরআযযুর মরু-অঞ্চলের ৪০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। মার্কিন সেনাদের এই কাফেলায় রয়েছে ১৩টি সামরিক যান। দেইরআযযুর অঞ্চলে দায়েশের লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মার্কিন সেনাদের এই কাফেলা কোনো বাধার সম্মুখীন না হয়েই অগ্রাভিযান চালিয়ে যাচ্ছে।  এমনকি এই মার্কিন কাফেলার সঙ্গে এই সুদীর্ঘ চলার পথে দায়েশের সঙ্গে কোথাও একটি গুলি বিনিময়ের ঘটনাও ঘটেনি।

অথচ গত দুই সপ্তায় বহু সিরিয় সেনা অপহৃত হয়েছে এবং অনেক সিরিয় সেনাকে হত্যা করা হয়েছে। আর মার্কিন সেনারা অবাধে সিরিয়ার নানা অঞ্চলে চলাফেরা করছে।

এর আগে সিরিয়ার কোনো কোনো সংবাদসূত্র জানিয়েছিল যে সংবাদ ও গণমাধ্যমে  দেশটির বাস্তবতার ৯০ শতাংশই গোপন থাকছে এবং সিরিয়ার সংখালঘু নানা সম্প্রদায় নানা অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসীদের তীব্র হামলার শিকার হচ্ছে। এর আগে আলমালুমাহ জানিয়েছিল প্রতি দশ মিনিটে সিরিয়ায় অপহরণজনিত, হত্যা কিংবা লুটপাট সম্পর্কিত একটি হামলার ঘটনা ঘটছে। সিরিয়ায় এ পর্যন্ত বেশ কয়েকটি গণ-প্রতিবাদ সমাবেশ ঘটেছে এবং মনে করা হচ্ছে আগামী দিনগুলোতে জোলানীর অনুগত যোদ্ধাদের আগ্রাসী তৎপরতার কারণে গণ-অসন্তোষ ক্রমেই জোরদার হবে।    #

পার্সটুডে

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।