পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী আলাভি; কাটল না রাজনৈতিক সংকট
https://parstoday.ir/bn/news/west_asia-i77930-পদত্যাগ_করলেন_ইরাকের_প্রধানমন্ত্রী_আলাভি_কাটল_না_রাজনৈতিক_সংকট
ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন। এক ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, তিনি নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০২০ ১৯:৩০ Asia/Dhaka
  • আলাভি
    আলাভি

ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন। এক ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, তিনি নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

আলাভি বলেছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে এ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন। কিন্তু কোরাম সংকটের কারণে দুই বার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এরপরই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

ইরাকের আইন অনুযায়ী নয়া প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।# 

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।