নাইট ক্লাবে হামলার জন্য দায়েশ সন্ত্রাসীকে ৪০ জীবন কারাদণ্ড দিল তুরস্ক
-
নিহতদের স্মরণ
তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সদস্যকে ৪০ জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।
২০১৭ সালে নববর্ষ উদযাপনের প্রাক্কালে উজবেক নাগরিক আব্দুল কাদির মাশারিপভ নামে এক সন্ত্রাসী ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে। এরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।
তুরস্কের সংবিধান লঙ্ঘন এবং সজ্ঞানে ৩৯ ব্যক্তিকে হত্যা করার দায়ে তুর্কি আদালত মাশারিপভকে ৪০ জীবন কারাদণ্ড দেয়। এই দীর্ঘ কারাভোগের সময় মাশারিপভ প্যারোল নিতে পারবেন না। অর্থাৎ এই রায় কার্যকর করা হলে তার পক্ষে আর মুক্তি পাওয়া সম্ভব নয়।

লাইসেন্সবিহীন অস্ত্র বহন এবং আরো ৭৯ জনকে হত্যা প্রচেষ্টার জন্য তুর্কি আদালত দায়েশের এ সন্ত্রাসীকে ১,৩৬৮ বছর কারাদণ্ড দিয়েছে। এই ৭৯ জন হত্যাকাণ্ড থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন।
একই আদালত ইলিয়াস মাশারিপভ নামে হত্যাকাণ্ডের আরেক পরিকল্পনাকারীকে ১,৪৩২ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া দায়েশের সদস্য হওয়ার অভিযোগে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে তুর্কি আদালত। মামলায় ১১ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮