পালিয়ে গেছে আল-কায়েদা সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i99022-পালিয়ে_গেছে_আল_কায়েদা_সন্ত্রাসীরা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে অধিকাংশ জনসমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি বাহিনীর হামলার তীব্র তাই ওই অঞ্চলে তৎপর আল-কায়েদা সন্ত্রাসীরাও পালিয়ে গেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ২৩, ২০২১ ১৩:৫৯ Asia/Dhaka
  • মারিব প্রদেশে আনসারুল্লাহ সমর্থিত বাহিনীর অভিযান (ফাইল ফটো)
    মারিব প্রদেশে আনসারুল্লাহ সমর্থিত বাহিনীর অভিযান (ফাইল ফটো)

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে অধিকাংশ জনসমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি বাহিনীর হামলার তীব্র তাই ওই অঞ্চলে তৎপর আল-কায়েদা সন্ত্রাসীরাও পালিয়ে গেছে।

ইয়েমেনের কয়েকটি সূত্র গতকাল (শুক্রবার) জানিয়েছে, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ নাজা অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের আগে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে সামরিক বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়। এসব সন্ত্রাসী পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত।

এছাড়া, ইয়েমেনের সামরিক বাহিনী জাবাল মুরাদ এলাকা অবরোধ করেছে। এলাকাটি মুক্ত করার জন্য তারা অভিযান চালাতে চায় এবং এজন্য উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

লড়াইয়ে পরাজয়ের জন্য সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ মানসুর হাদীর অনুগত বাহিনীর উদাসীনতাকে দায়ী করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩