ইরানের ঋণ পরিশোধের চেষ্টা
আলোচনা করতে দক্ষিণ কোরিয়ার টিম এখন ভিয়েনায়
-
দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চই জং-কুন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধিদলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।
ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী গত সোমবার থেকে ভিয়েনায় আবার পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যু নিয়ে আলোচনা শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী চই জং-কুন একটি প্রতিনিধিদল নিয়ে ভিয়েনায় পৌঁছেছেন এবং তারা ইরানের আটকে থাকা সম্পদ ছাড়ের বিষয় নিয়ে ইরান এবং আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনা করবে।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ভিয়েনা আলোচনায় তারা সরাসরি অংশ নিতে পারছে না তবে তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্টভাবে যোগাযোগ রাখার জন্য ভিয়েনায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।